আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে এসআই পিয়াস কুমার সাহা, এসআই মুহিতুর রহমান, এএসআই কবির হোসেন অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ কলিমাখালী গ্রামের খালেক মোড়লের পুত্র সিরাজুল ইসলামকে নাকতাড়া বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা ২(১২)/২৩ রুজু করা হয়েছে। পৃথক অভিযানে সিআর পরোয়ানা-১২৬৬/২২ এর আসামী কল্যাণপুর গ্রামের মনিরুল ইসলাম গাজীর পুত্র জাহিদুল ইসলাম, মনিরুলের স্ত্রী ময়না বিবিকে এবং জিআর পরোয়ানা- ১৩/১৫ এর আসামী বড়দল গ্রামের মৃত সম্ভু সিং এর পুত্র আন্দ্রিয় সিংকে গ্রেফতার করেন।