আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে নতুন ধান কর্তন, পিঠাপুলি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে আশাশুনি সদর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ন্যাজ্যারিন মিশনের সহযোগিতায় আশাশুনি উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মিসেস রনি আলম নূর।
স্বাগত বক্তব্য রাখেন বিআরসিসিএপিএসএল সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার। উপসহকারী কৃষি অফিসার সুকদেব কুমার সাধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আ. রকিব, বাংলাদেশ ন্যাজ্যারিন মিশনের কৃষিবিদ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবান্ন উৎসব উপলক্ষে কৃষক বিশ্বনাথ দাশের ক্ষেতের নতুন ধান কর্তন করা হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা অফিসার আ. রকিবের নেতৃত্বে সংগীত শিল্পী মুন্নাহার পারভিন, বিশাখা মণ্ডল, অমৃতা চক্রবর্তী, আঞ্জুমান আরা ও ছন্দা মণ্ডল সংগীত পরিবেশন করেন। সবশেষে হরেক রকমের পিঠা পরিবেশন করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত