
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও উদ্যোক্তাদের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। সোমবার ইউএনও এর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন যোগদানকারী ইউএনও নুর আলম রনিকে তার কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। এসম তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে ইউএনও নূর আলম রনির সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে দায়িত্বরত ইউপি সচিবগণ নবাগত ইউএনও নূর আলম রনিকে পুস্পমাল্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত উদ্যোক্তাগণের পক্ষ থেকেও ইউএনও সাহেবকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।