
ইলিয়াছ মোল্লা, আশাশুনি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি বাজারে দু'টি দোকানের শার্টার ও টিনের চাল কেটে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
কামালকাটি স্লুইচ গেটের কাছে আশরাফুল গাজী 'শরিয়তপুর স্টোর' নামে মুদি দোকান রবিবার রাত্র ১১ টার দিকে বন্ধ করে প্রতিদিনের মত বাড়িতে চলে যান। সোমবার সকাল ৭ টার দিকে দোকান খুলে দেখতে পান দোকানের টিনের চাল কাটা। হিসাব করে দেখতে পান দোকান থেকে নগদ ৭০০০ টাকা, ১০ বস্তা চাল, ১০ বস্তা ফিড, ৮ বস্তা ভুট্টা, ২ পিচ এলপিজি গ্যাস সিলেন্ডার, ১টি ৩২ ইঞ্চি টিভি মনিটর, ব্যাংকের দু'খানা চেক বই ও মুদি মালামাল চোরেরা নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা। একই সাথে পাশের গণেশ পাইনের শ্রীগুরু জুয়েলার্স এর শার্টার ভেঙ্গে স্বর্ণের নাকফুল, রৌপ্যের গহনা, ১টি মনিটর নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। খবর পেয়ে থানার এসআই রাজীব মন্ডল সোমবার সকালে ঘটনাস্থান পরিদর্শন করেছেন। পুলিশ চোরদের ফেলে যাওয়া ইঞ্জিন ভ্যান স্ট্যার্টের একটি হ্যান্ডেল, একটি ক্যাপ ও পুরনো শাড়ী-লুঙ্গি পেয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত