
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে গৃহবধূকে রাস্তায় ফাঁকা পেয়ে ছুরিকাঘাত করে ও পুকুরের পানিতে চুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধূকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের হত্যার চেষ্টার শিকার নূর নাহার ও তার স্বামী বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদের ছেলে মোঃ মুন্না জানান, তাদের ছেলে মনির বাড়ির পাশের বাড়িতে প্রাইভেট পড়ে। শুক্রবার (১৮ আগস্ট) রাত্র পৌনে ৯ টার দিকে নূর নাহার বাড়ি থেকে তার পুত্রকে আনতে যায়। মহিউদ্দিনের বেড়ের কাছে পৌছলে ওঁৎপেতে থাকা ফিংড়ী গ্রামের মৃত রহমত গাইনের ছেলে রায়হান হঠাৎ করে ছুরি হাতে নূর নাহারের পথ আটকে গলায় ছুরি ধরে হত্যার চেষ্টা করে। ভিকটিম হাত দিয়ে রক্ষার চেষ্টা করলে সে পুনরায় ছুরি দিয়ে গলায় আঘাত করতে গেলে হাত দিয়ে ঠেকালে তার হাত ও গলা জখম হয়। ধাক্কাধাক্কিতে ছুরি ছিটকে পড়ে গেলে রায়হান তার চুলের মুঠি ধরে পাশের পুকুরের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করে। তাদের ঝাপটা ঝাপটি ও চিৎকারে পাশের আলাউদ্দিন ঢালীসহ ৫/৭ জন ঘটনাস্থলে যেতে থাকলে রায়হান দ্রুত কেটে পড়ে। এসময় রায়হান তার মোবাইল ফোন, মানিব্যাগ ও জুতা ফেলে যায়। পুলিশে খবর দিলে এএসআই সোহান ঘটনাস্থান পরিদর্শন করেন। রাতেই আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।