আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বৃহত্তর মৎস্য বাজার মহেশ্বরকাটি মৎস্য সেট থেকে কৌশলে তালা খুলে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল সকালে বাজারের ভিতরে নির্ধারিত স্থানে রাখা সাইকেল চুরির ঘটনা ঘটে।
উপজেলা সদরের দুর্গাপুর গ্রামের রহমান গাজীর ছেলে মৎস্য ঘের মালিক গোলাম রসুল মাছ বিক্রয়ের জন্য সকাল ১০.৩০ টার দিকে মৎস্য সেটে আসেন। রাস্তার পশ্চিম পার্শের সেটের ভিতরে ঢুকে তার হিরো স্পেলেন্ডার ১০০ সিসি লাল রঙের মোটর সাইকেল গাড়ী রাখার স্থানে রেখে কাটায় যান। গাড়ী লাইসেন্স নং সাতক্ষীরা-হ-১৮-৬৬১৮। কিছুক্ষণ পর কাটা থেকে বের হয়ে দেখেন গাড়ি নেই। তৎক্ষনাৎ সেটের লোকজন চারিদিকে ছুটে খুজে ফিরলেও মোটর সাইকেলের কোন খোঁজ পাওয়া যায়নি।