আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দলে বাড়িতে হামলা, আগুন, ভাংচুর, লুটপাট, ঘেরাবেড়া, গাছ গাছালী কেটে, ঘেরের মাছ লুটপাট করে জবর দখলের চেষ্টার ঘটনার পর ভিকটিম শফিকুল ইসলাম পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
গোয়ালডাঙ্গা গ্রামের মৃত ইনছার আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম জানান, তিনি চম্পাখালী মৌজায় ৬৩ শতক পৈত্রিক সম্পত্তিতে পিতার জীবিত থাকা সময় থেকে ভোগ দখল করে আসছি। পিতার অন্যান্য স্থানের জমি আমার ৪ ভাই ও ৪ বোন বিক্রয় ও বন্ধক রেখেছেন। সেসব স্থানে আমার কোন ভাগ দেওয়া হয়নি। মৃত দিদার বখতের ছেলে গোলাম আম্বিয়া, তার ছেলে ফজর গাজী ও আবু ছাদেক, স্ত্রী আলেয়া এবং ফজর ও ছাদেকের স্ত্রীরা দীর্ঘদিন যাবৎ আমার দখলীয় জমিতে জবর দখল নিতে ষড়যন্ত্র করে আসছিল। শফিকুলের ছোট ভাই তরিকুল মালেশিয়া থেকে দেশে ফেরার পর গত ৭ আগষ্ট তারা শফিকুলের বাড়িতে হামলা চালিয়ে মোটর সাইকেল, ভ্যান, টিউবওয়েল, গোয়ালঘর, ঘরবাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে, নতুন বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এব্যাপারে থানায় অভিযোগ করলেও দেশের পরিস্থিতির কারন দেখিয়ে কোন প্রতিকার নেওয়া হয়নি। এব্যাপারে আদালতে ৫৬/২৪ নং মামলাও করা হয়। তাদের ঘটনা নিয়ে তৎকালীন সময়ে পরপর ৩ জন ওসি বিভিন্ন সময় উভয় পক্ষকে ডেকে শালিসে বসে সিদ্ধান্ত তিলেও তরিকুল পক্ষ পরবর্তীতে মেনে নেয়নি।
গত বুধবার দুপুর ১২ টার দিকে তারা জমির উপর চড়াও হয়ে ঘেরার সেজি কেটে দেয়, ৭টি বড়সহ ২১ টি নারিকেল ও মেহগনি গাছ কেটে ফেলে, ঘেরের বাসা ঘর ভেঙ্গে দেয় এবং ঘেরে জাল টেনে বিভিন্ন প্রজাতের সাদা ও চিংড়ী মাছ ধরে নিয়ে ৫০ সহস্রাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এতকিছুর পরও তরিকুল আইনকে তুয়াক্কা না করে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শফিকুল ইসলাম তাদের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে আইনী সহায়তা পেতে সকলের সহযোগিতা কামনা করেন।
আশাশুনির শফিকুল পরিবার অগ্নিকান্ড, ভাংচুর ও লুটপাটে ঘটনায় চরম নিরাপত্তাহীন
Leave a comment