
॥ আশাশুনিতে মাদক কারবারিসহ গ্রেফতার ৪ ॥
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে এক মাদক কারবারিসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) এর নেতৃত্বে এসআই আমিনুল ইসলাম, এসআই ইমরান হোসেন অভিযান চালিয়ে জিআর পরোয়ানা- ৫০/২৩ এর আসামি কালিকাপুর গ্রামের সামছুর গাজীর ছেলে সোহরাব গাজী, জিআর পরোয়ানা-১৫৭/১৭ এর আসামি কুড়িকাহুনিয়া গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে জহুরুল সরদারকে নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করেন। এএসআই কবির হোসেন পৃথক অভিযানে ২শ’ গ্রাম গাঁজাসহ কুড়িকাহুনিয়া গ্রামের শফি উদ্দীন গাজীর ছেলে ইমদাদুল গাজীকে মাদক বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে আশাশুনি থানায় মামলা রুজু করা হয়েছে।
॥ বুধহাটা ইউনিয়ন পরিষদের প্রস্তুতি সভা ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু সভায় প্রধান অতিথি ছিলেন। সভায় বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, সুমাল দাশ, গোবিন্দ ঘোষ, শরীফ মাহমুদ, নুরুজ্জামান জুলু, শহিদুল ইসলাম, মেহেদী হাসান বিপুল, জাহাঙ্গীর হোসেন, মিলন হোসেন, মোঃ ইদ্রিস আলী, জহিরুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, রিপন হোসেন, মহিলা মেম্বার দোলন খাতুন, মেম্বার আলতাফ হোসেন, ফিরোজ হোসেন, প্রাক্তন মেম্বার রেজওয়ান আলী, শহিদুল ইসলাম, আঃ মজিদ, তায়জুল হোসেন, মনি, বিল্লাল, আনী, ইনছার আলী প্রমুখ।
॥ পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ক উঠান বৈঠক ॥
জনসাধারণের মাঝে বিজ্ঞান শিক্ষার উৎসাহ সৃষ্টিতে পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় শোভনালী ইউনিয়নের খলিসানী গ্রামে অবসর প্রাপ্ত পোস্ট মাস্টার হরিদাশ গাইনের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, অধিশাখা ১২’র সহযোগিতায় মৌমাছি বিজ্ঞান ক্লাবের উদ্যোগে পরিচালিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন প্রিয়াংকা গাইন। গ্রামের অভিভাবকদের অংশ গ্রহণে উঠান বৈঠক কিভাবে আমরা পুষ্টিবিজ্ঞানকে বেশি প্রাধান্য দিতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এনিয়ে আশাশুনি, বদরতলা, শোভনালী ও বুধহাটায় মোট ৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের মাধ্যমে ১৭৫ জন মানুষকে পুষ্টি বিজ্ঞান বিষয়ক ধারণা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মৌমাছি বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক সুশান্ত মল্লিক।