আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ইউপি সচিব ও গ্রাম পুলিশদের খোরাক ভাতা প্রদান করা হয়েছে। বুধবার) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ ভাতার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর ভাতার টাকা প্রদান করেন। তিনি সকলের উদ্দশ্যে বলেন, ভালো কাজের ফল সুমিষ্ঠ হয়। আপনারা সবাই মাঠ পর্যায়ে পেশাদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন বলেই বাংলাদেশ নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আপনাদের ভাতা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০৩ জন গ্রাম পুলিশকে ১০৫০ টাকা করে ৫ লক্ষ ৪০ হাজার ৭৫০ টাকা, এবং ১১ জন ইউপি সচিবকে ৫ হাজার ৪০০ টাকা করে ৫৯ হাজার ৪০০টা প্রদান করা হয়।