
আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ শিক্ষক সমিতি আশাশুনি উপজেলা শাখার নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ আগস্ট ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মোঃ আব্দুল্যাহকে। সহকারী নির্বাচন কমিশনার মোঃ আব্দুল মালেক গাজী ও মোঃ আব্দুল জব্বার। নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী ২২ থেকে ২৪ জুলাই মনোয়নপত্র বিতরণ ও জমা, ২৬ জুলাই মনোনয়নপত্র যাচাই বাছাই, ৩০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার ও ১৭ আগস্ট বোট গ্রহণ করা হবে। ৬৬১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ কবরেন। মনোয়নপত্র ক্রয় ও জমাদানের প্রথম দিন সভাপতি পদে একজন মনোনয়নপত্র ক্রয় করেছেন। তিনি হলে কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম।