আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জুলাই এর গণ আন্দোলনে নিহত ও আহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার সকালে আশাশুনি মহিলা কলেজের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও।প্রভাষক রতন কুমার অধিকারীর সঞ্চালনায় সভায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, প্রভাষক শ্যামা প্রসাদ সরকার, বিভাষ দাস, প্রকাশ দাশ, মুকুন্দ সরদার, আল আমিন হোসেন, সাজেদা সুলতানা ও নুরুল হুদা। সভা শেষে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মো. আবু জাফর।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত