আশাশুনিতে জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। সহকারী প্রোগ্রামার আকতার ফারুক বিল্লাহর সঞ্চালনায় সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, সদর ইউপি সচিব প্রমুখ।
আশাশুনিতে সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি সদর কালী মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আশাশুনি উপজেলা শাখার এ কর্মসূচী পালন করে। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাবেক শিক্ষক কালিপদ রায়। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মৃন্ময় মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাবেক শিক্ষক সমীরণ কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের যুগ্ম আহবায়ক তুলসী চন্দ্র পাল, কাশিনাথ মন্ডল, সুমন মুখার্জী, কালিদাস চক্রবর্তী, স্বপন কুমার বিশ্বাস, দেবাকর সেন, বিবেকানন্দ মন্ডল লিটন, ধর্মদাস মন্ডল, সাধারণ সম্পাদক শংকর সরকার, কমলেশ সরকার, সিদ্ধার্থ হালদার, সমীরণ চক্রবর্তী প্রমুখ। সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু কমিশন গঠনসহ সরকারি দলের নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত আসামি ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে এসআই মিঠুন মন্ডল অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আশাশুনি সদরের সাবুর আলী সরদারের পুত্র আজহারুল ইসলামকে আশাশুনি বাজার হতে হাতেনাতে গ্রেফতার করেন। এব্যাপারে থানায় নিয়মিত মামলা ০৪(১০)২৩ রুজু করা হয়েছে। অপরদিকে এএসআই নজরুল ইসলাম পৃথক অভিযানে ননজিআর পরোয়ানা-১১৮/২৩ এর আসামি দক্ষিণ পুইজালা গ্রামের কাওছার আলী মোড়লের পুত্র রজব আলী মোড়লকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত