আশাশুনিতে আন্তর্জাতিক যুব দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এস এম আজিজুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রেস ক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা।
সভায় উদ্যোক্তা মরিয়ম খাতুন, সুশান্ত মল্লিক, কামরুন নাহার কচি, নীলিমা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, আকাশ হোসেন, আলাউদ্দিনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও'র প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষনার্থী যুবক ও যুব মহিলাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘তারুণ্যের শক্তি, বাংরাদেশের সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ এবং মৎস্য চাষ কোর্সে সপ্তাহব্যপী ৩০ জন ২০২৩-২৪ অর্থ বছরে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
সবশেষে মৎস্য চাষ ট্রেডে নতুন প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউএনও রনি আলম নুর।
আশাশুনি উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আলহাজ্ব আবম মোসাদ্দেক, আলমগীর আলম লিটন, শেখ জাকির হোসেন, ঢালী মোঃ সামছুল আলম, তরুন কান্তি সরকার, এ্যাড. দেবাশীষ মুখার্জী, আবু হেনা সাকিল, দিপঙ্কর বাছাড় দীপু, সেলিম রেজা মিলন, শম্ভুনাথ সিংহ, আলমগীর হোসেন আঙ্গুর, জগদীশ চন্দ্র সানা, রমেশ মন্ডল, নুর জাহান মোস্তাক, অরুন চন্দ্র রায়, তৈয়বার রহমান তৈবর, আহসান উল্লাহ আছু, সুমন মুখার্জী, হাফিজুর রহমান ক্যাপ্টেন, হিরুলাল বিশ্বাস, প্রভাষক মোনায়েম হোসেন, অহিদুল ইসলাম মোল্যা, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, রমজান আলী মোড়ল, সালাহ উদ্দীন বকুল, অমীয় কুমার সোম, ছোহরাব হোসেন মোড়ল, হুমায়ুন কবির মন্টু, ইদ্রিস আলী, হারুন অর রশিদ, রজব আলী সরদার, পরেশ অধিকারী, আসমাউল হুসাইন, মনিরুজ্জামান বিপুল, এজদান আলী, শাহিনুর আলম, সাজ্জাত হোসেন, কাশিনাথ মন্ডল, আবুল কাসেম খোকা, বদিয়ার রহমান বদি, লালন সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলী, আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী প্রমুখ।
সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় ১৫ আগস্ট আশাশুনি সদরসহ সকল ইউনিয়নে যথাযথ ভাবে শোক দিবস পালন, ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ সমাবেশ, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতি এবিএম মোস্তাকিম ঘোষণা প্রদান করেন, অনুমোদিত পূর্ণাঙ্গ উপজেলা কমিটির সকল সদস্যদের নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবর জিয়ারত ও কমিটির পরিচিতি সভা করা হবে।
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় ইউনিয়নের মৌলভী আব্দুল লতিফ কলেজ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শত শত নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হুমায়ুন কবির রাসেল, তৌষিকে কাউফু, কবি সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সানা, রিপন হোসেন, আশীষ কুমার মন্ডল, আঃ সাত্তার সরদার, কওছার আলী সানা, বীর মুক্তিযোদ্ধা ইবাদুল মোল্যা, সোলাইমান সুমন, ইনজামামুল হক প্রমুখ। সভায় ১৫ আগস্ট সকল ওয়ার্ডে এবং মৌলভী আব্দুল লতিফ কলেজে পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়। তুয়ারডাঙ্গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হবে। প্রধান অতিথি ১৫ আগষ্টের বিস্তারিত কর্মসূচি ঘোষণা কালে বলেন, আওয়ামীলীগ ও খাজরা ইউনিয়ন নিয়ে যারা ষড়যনন্ত্র করবে, ইউনিয়নের মানুষকে নিয়ে খেলা করার চেষ্টা করবে তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবেনা। এতদিন অনেক ছাড় দিয়েছি, কিন্তু এখন দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে তিনি হুশিয়ার করে দেন।
আশাশুনি উপজেলা কুল্যায় একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। শনিবার (১২ আগস্ট) বেলা ১১ টায় কুল্যা ইউনিয়ন পরিষদে ক্যাম্প উদ্বোধন করা হয়।
ইউনিয়র পরিষদ হল রুমে ক্যাম্পের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ। ক্যাম্প পরিচালনা করেন, আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দীপন বিশ্বাস, মীনাক কুমার বিশ্বাস, ডাঃ আশিকুর রহমান, ডাঃ সাদিয়া সুলতানা ও ডাঃ ফাহাদ বিন সাদ। এলাকার শত শত মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত