
॥ মাসিক এনজিও সমন্বয় সভা ॥
উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে ও সমন্বয়কারী মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, রফিকুল ইসলাম, সত্যজিৎ মজুমদার, পিআইও সোহাগ খান, আবু বিল্লাল হোসেন, আজিজুল হক, ডাঃ আতাহার আলী, মোস্তাফিজুর রহমান, এনজিও ইডা, অগ্রগতি সংস্থা, ক্রিসেন্ট, উত্তরণ, আইডিয়াল, দলিত, নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন, ন্যাজারিন মিশন, উন্নয়ন, ঋষি ফাউন্ডেশন, আশা, ব্র্যাক, ইপিআরসি, ব্যুরো বাংলাদেশ, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কয়েকটি এনজিও তাদের গৃহীত ও বাস্তবায়িত প্রকল্পের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া সকল এনজিও কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও এনিজও এর সাথে সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিদের যোগসূত্রতা সম্পর্কে মতবিনিময় করা হয়। সবশেষে ইউএনও রনি আলম নূর দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
॥ প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত ॥
দলিত সংস্থার স্ট্রেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অব চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিস অব সুন্দরবনস্ ইন বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা এফএডিভির অর্থায়নে দলিত সংস্থা স্ট্রেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অব চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিস অব সুন্দরবনস্ ইন বাংলাদেশ ২ বছর মেয়াদী প্রকল্প সাতক্ষীরা জেলার আশাশুনি এবং খুলনা জেলার দাকোপ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় কর্মশালায় সহকারী প্রকল্প ব্যবস্থাপক এ.এইচ ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন বর্মন প্রজেক্ট লানিং শেয়ারিং বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন। উপস্থাপনাকালে তিনি প্রকল্পের সকল এক্টিভিটি ও চ্যালেঞ্জ এবং শিক্ষন বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন, আশাশুনিতে মোট ৮টি শিখন কেন্দ্রে মোট ৬৯১ জন শিক্ষার্থীর লেখাপড়া শিক্ষা উপকরন, পরীক্ষার ফি বাবদ নগদ অর্থ ও তাদের পরিবারের সদস্যদের নিয়মিত স্বাস্থ্য সেবায় সহায়তা পেয়েছেন। কর্মশালায় আশাশুনি উপজেলা প্রকল্পের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর আশাশুনি দলিত সংস্থাকে ধন্যবাদ ও সকল সহযোগিতার করবেন বলে জানান। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ সেবা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, হেল্থ ইন্সপেক্টর, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্প সোস্যাল মোবিলাইজারগন প্রমুখ উপস্থিত ছিলেন।
॥ বাইনতলা হাইস্কুলে প্রধান শিক্ষকের যোগদান ॥
উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা রায় চরণ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক তরুন কান্তি সানা যোগদান করেছেন। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত কুমার গাইন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন। এরপর সভাপতির পক্ষে কমিটির সদস্য ইউপি মেম্বার আবু হাসান প্রধান শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করেন।
এ সময় প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন মন্ডল, উঃ বাইনতলা স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিমাই চাঁদ বিশ্বাস, রাহাজ্জান আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল মোল্যা, প্রসাদ কুমার মন্ডল, দীনেশ চন্দ্র মন্ডল, নেপাল চন্দ্র সানা, রেখারানী মন্ডল, পান্না লাল, প্রসাদ কুমার মন্ডল, সকল শিক্ষক-কর্মচারী, সদস্য, অভিভাবক, সুধী, ছাত্রছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদ্য যোগদানকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন এবং সবশেষ সহকারী প্রধান শিক্ষক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালনের পর বাইনতলা স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করলেন।
॥ জরুরি রোগিদের আর্থিক সহায়তা প্রদান ॥
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের জরুরি রোগিদের স্বাস্থ্য সবোয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহায়তার চেক রোগিদের হাতে তুলে দেওয়া হয়। দাতা সংস্থা এফএডিভি এর অর্থায়নে দলিত সংস্থা স্ট্রেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অব চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিস অব সুন্দরবনস্ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলার দলিত জনগোষ্ঠীর ৮ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিকে স্বাস্থ্য সেবা সহায়তা হিসাবে একাউন্ট পে-চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক রোগিকে ৯ হাজার ৯৫০ টাকা করে ৮ রোগিকে ৭৯ হাজার ৬০০ টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ বড়দলে রেশন কার্ডের চাল বিতরণ ॥
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বড়দল ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। ডিলার আঃ মালেক সানা ইউনিয়নের ৯২০ জন কার্ডধারীর মাঝে ১৫ টাকা কেজি করে চাল বিতরণ করেন। প্রত্যেক কার্ডধারীতে ৬০ কেজি করে চাল প্রদান করা হয়। এসময় ইউপি সচিব, ট্যাগ অফিসার, ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।