
॥ উপজেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ॥
আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার ঢাকায় কৃষকলীগের মহা সমাবেশ সফল করতে আশাশুনি উপজেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হহয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি এনএমবি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি আইয়ুব আলী সরদার, আবুহেনা মোস্তফা কামাল, মিজানুর রহমান, এমএম সাহেব আলী, বাহবুল হাসনাইন, আইয়ুব আলী, নাসির উদ্দীন শেখ, শেখ গোলাম নবী, মিজানুর রহমান মির্জাসহ সকল ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দ। মহাসমাবেশ সফল ও সার্থক করার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত ও দেশের উন্নয়নের গতিধারা অব্যহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান হয়।
॥ আনুলিয়া ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত ॥
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং সাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয় সম্পর্কিত আলোচনা করা হয়। সভায় ইউপি সচিব, ইউপি সদস্য, কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
॥ গদাইপুরে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার মোঃ নাজিম উদ্দিন ও সাবেক ডিপুটি কমান্ডার মোহাম্মদ লিয়াকত আলী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, কামরুল ইসলাম, নওয়াব আলী, আব্দুল মজিদ, রুহুল আমিন, আব্দুল্লাহ সরদার, আব্দুর রব সানা, মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, কামিনুল ইসলাম প্রমুখ। সভায় খাজরা ইউনিয়নেরর বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
॥ আনুলিয়া বালিকা বিদ্যালয় পরিদর্শন ॥
আশাশুনি উপজেলার আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পর্যায়ের কর্মকর্তা বিদ্যালয় পরিদর্শন করেন।
উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আক্তার ফারুক বিল্লাহ পরিদর্শনকালে বিদ্যলয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর সার্বিক খোজখবর নেন এবং নবম-দশম শ্রেনির ছাত্রীদের সাথে মতবিনিময় শিক্ষামূলক আলোচনা রাখেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাসসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
॥ প্রেসক্লাবে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ॥
আশাশুনি প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন’২৩-এ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নির্কাচনে ৩ পদের বিপরীতে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। এসময় সভাপতি পদে এস, এম আহসান হাবিব, জি, এম আল ফারুক ও সমীর রায়, সাধারণ সম্পাদক পদে এস,কে হাসান ও শরিফুজ্জান মুকুল শিকারি এবং সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন, মু. নূর আলম, শেখ আশিকুর রহমান ও বাহাবুল হাসনাইন এর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৪ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।