
আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নে ভিডব্লিউবি এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়। সরকারী সহায়তায় ভিডব্লিউবি’র আওতায় আশাশুনি সদর ইউনিয়নে ৩২৭ জন কার্ডধারীকে প্রতিমাসে ৩০ কেজি করে ৩ মাসের চাল প্রদান করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। পরিদর্শন ও উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।