মোঃ এজাজ আলী
প্রকৃতিতে এখন আষাঢ় মাস। আষাঢ়-শ্রাবণ এই দুই মাস বর্ষার মৌসুম হিসেবে পরিচিত। বর্ষা মৌসুমে আকাশ থেকে কখনো ঝরে পড়ে ঝিরি ঝিরি বৃষ্টি। আবার কখনো বা ঝরে মুষলধারে বৃষ্টি। ঝড়-বৃষ্টির এই মৌসুমে কদর বাড়ে ছাতার।
নগরীর কর্মব্যস্ত মানুষের বৃষ্টির ভোগান্তি থেকে বাঁচাতে পারে ছাতা। নগরীতে গতকাল (শনিবার) সকাল থেকে চলতে থাকে থেমে থেমে বৃষ্টিপাত। বৃষ্টির কারনে বেড়েছে ছাতার বিক্রি। খোঁজ নিয়ে জানা যায়, নগরীর বড় বাজার ভৈরব ষ্ট্র্যান্ড রোড এলাকায় রয়েছে বেশ কয়েকটি ছাতার দোকান। বর্ষার মৌসুমকে ঘিরে সেখানকার ব্যবসায়ীরা কর্মব্যস্ত হয়ে পড়েছেন। বেচা বিক্রি বেশ ভালো হচ্ছে জানালেন ব্যবসায়ীরা। প্রতিটি দোকানে ছোট বড় মিলে বিভিন্ন সাইজের ছাতা শোভা পাচ্ছে দোকানগুলোতে। মার্কেট এলাকায় প্রচুর ছাতার আমদানি রয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে রহমান, শংকর, শরীফ, অ্যাটলাস ও মুন ব্র্যান্ডের ছাতা বিক্রি হচ্ছে বেশি। এছাড়া চীন ও থাইল্যান্ডের আমদানি করা ছাতার বেশ কদন রয়েছে বলে জানান বিক্রেতারা।
বিভিন্ন ডিজাইনের ছাতা মানভেদে পাওয়া যাচ্ছে ১৫০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকার মধ্যে এর মধ্যে। এর মধ্যে এক ভাঁজের ছাতার দাম ৩৫০ টাকা, দুই ভাঁজের ছাতা ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। এছাড়া চীন ও থাইল্যান্ডের আমদানিকৃত ছাতা পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকায়। শ্রমজীবী, কর্মজীবী ও স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের এখন একমাত্র সঙ্গী ছাতা কিংবা রেইনকোট। বষৃার মৌসুম শুরুর সাথে বেড়েছে ছাতার বিক্রি। বছরজুড়ে যে পরিমান ছাতা বিক্রি হয়, তার ৪/৫ গুন বিক্রি হয় বর্ষা মৌসুমে। মে থেকে শুরু হয়ে আগষ্ট পর্যন্ত ছাতার চাহিদা বেশি থাকে।
বড় বাজার এলাকার আরিফ ছাতা ঘরের মালিক আরিফ দৈনিক জন্মভ‚মিকে জানান, সাধারনত বৃষ্টি হলেই ক্রেতারা ছাতা কিনতে ছুটে আসে। বিভিন্ন ধরনের ছাতা পাওয়া যাচ্ছে। আমার দোকানে রহমান, শংকর, মুন, শরীফ ও চায়নার বিএম ডবিøউ ছাতা পাওয়া যাচ্ছে। এক ভাঁজের ছাতার দ;াম ১৫০ থেকে ২৫০ টাকা, দুই ভাঁজের ছাতার দাম ১৮০ থেকে ৩৫০ টাকা, তিন ভাঁজের ছাতার দাম ২৫০ থেকে ৫৫০ টাকা। ছাতার রঙ আকর্ষণীয় হলে মাছ বয়সীদের কাছে ছাতার চাহিদা বেশি। শংকর ছাতাই বেশি বিক্রি হচ্ছে। এছাড়া শিশুদের বাঁিশ ছাতা, ডোরেমন, বারবি ডল, মিকি মাউসের ছবিযুক্ত ছাতা ১৫০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে। লেডিস ছাতা ২৫০ থেকে ৫৫০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া রেইন কোট পাইকারিতে ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। ছাতা কিনতে আসা মোঃ আব্দুল আউয়াল বলেন, ছাতা দেখছি, যেটা ডিজাইন ও দামে ভালো লাগবে সেটা নেব। এখন যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা থাকে। বৃষ্টি না হলে গরমের মধ্যে ছাতা লাগে। অতিরিক্ত গরমে ছাতা ব্যবহার করা যায়।