আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে আক্রমণের জন্য ইউক্রেনের সেনাবাহিনীর প্রশিক্ষণে মনোযোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়েছে। রুশ নিরাপত্তা বিভাগের প্রধান এমন মন্তব্য করেছেন। এ সময় তিনি ইউক্রেনের শাসকগোষ্ঠীর বিরুদ্ধেও বিষোদগার করেন। রুশ দৈনিক এআইএফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলার সময় দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলে পাত্রুশেভ বলেছেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন যে যদি মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে না যেত, তবে ওয়াশিংটন ইউক্রেনে এত টাকা ঢালতে পারত না। এর মাধ্যমে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন যে ইউক্রেনের জন্য আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। রুশ নিরাপত্তা বিভাগের প্রধান বলেন, আফগানিস্তান থেকে আমেরিকানদের আকস্মিক প্রস্থান মূলত ইউক্রেনে সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য। কারণ, রাশিয়াবিরোধী আক্রমণের জন্য কিয়েভে (পশ্চিমাদের) পুতুল সরকার তখন ভালোভাবে প্রস্তুত হচ্ছিল। তিনি দাবি করেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এটা জোর দিয়ে বলেছেন যে যদি মার্কিন সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে না যেত, তবে ওয়াশিংটন ইউক্রেনের জন্য এত অর্থ বরাদ্দ করতে পারত না। এছাড়া আফগানিস্তান থেকে কিছু সামরিক সরঞ্জাম সরানো হয়েছে ইউরোপে। মূলত, পোল্যান্ডে এসব সামরিক সরঞ্জাম সরানো হয়। পরে তারা ইউক্রেনীয় সরকারকে সামরিকীকরণ করার জন্য এসব সমরাস্ত্র ব্যবহার করে। ’ নিকোলে পাত্রুশেভ আরও বলেন, ‘ইউক্রেনের বর্তমান সংঘাতগুলো মূলত মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ নয়। বরং, এটা ন্যাটো সামরিক জোট, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সামরিক সংঘর্ষ।