জন্মভূমি রিপোর্ট
প্রখম ধাপের শেষ দফায় ১৬০ ইউপি নির্বাচনে খুলনায় ৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের জয়জয়াকার হয়েছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে প্রাথমিক ফলাফলে জানা গেছে ৩৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত ২১জন বিজয়ী হয়েছেন। অপর দিকে স্বতন্ত্র ১২ জন বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা অধিকাংশই আওয়ামী লীগের বিদোহী ও সাময়িক বহিস্কৃত নেতৃবৃন্দ। এছাড়া কয়রা সদর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় ফলাফল স্থগিত রয়েছে।
আমাদের কয়রা প্রতিনিধি জানান, কয়রা উপজেলার ৭টি ইউপি নির্বাচনে একটি ছাড়া ৬টি ইউনিয়নের বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে একটিতে আওয়ামী রীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। অপর ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জিতেছেন। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন, ১নং আমাদী ইউনিয়নে জিয়ারউর রহমান জুয়েল, ২নং বাগালী ইউনিয়নে আব্দুস সামাদ গাজী, ৩নং মহেশ^রীপুর ইউনিয়নে প্রভাষক শাহনেওয়াজ শিকারী, ৪নং মহারাজপুর ইউনিয়নে আব্দুল্লাহ আল মাহমুদ ও ৬ নং উত্তর বেদকাশী ইউনিয়নে মো: নুরুল ইসলাম। এছাড়া দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো: আছের আলী বিজয়ী হয়েছেন। অপর দিকে ৫নং কয়রা সদর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট বাতিল হওয়ায় এই ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। তবে এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাহারুল আলম এগিয়ে আছেন।
আমাদের দাকোপ প্রতিনিধি জানান, দাকোপ উপজেলার ৯টি নিউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে আওয়ামী লীগের ৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন জয় লাভ করেন। বিজয়ীরা হলেন, সুতালীখলী ইউনিয়নে মাসুম ফকির (নৌকা), কামারখেলা ইউনিয়নে পঞ্চানন মন্ডল (নৌকা), তিলডাঙ্গা ইউনিয়নে জালাল গাজী (স্বতন্ত্র), দাকোপ ইউনিয়নে বিনয় কৃষ্ণ রায় (নৌকা), বাজুয়া ইউনিয়নে মানষ মন্ডল (নৌকা), পানখালী ইউনিয়নে সাব্বির আহমেদ (স্বতন্ত্র), কৈলাশগঞ্জ ইউনিয়নে মিহির মন্ডল (নৌকা), লাউডোব ইউনিয়নে শেখ যুবরাজ (বিনাপ্রতিদ্ব›িদ্বতায়) ও বানিশান্তা ইউনিয়নে রবেন্দ্রনাথ গাইন (নৌকা)।
পাইকগাছা উপজেলায় ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭ জন আওয়ামীলীগের এবং ২জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়। তারা হলেন, কপিলমুনি ইউনিয়নে কওছার আলী জোয়াদ্দান (নৌকা), লতা ইউনিয়নে কাজল কান্তি বিশ^াস (নৌকা), দেলুটি ইউনিয়নে রিপন কুমার মন্ডল (নৌকা), সোলাদানা ইউনিয়নে আব্দুল মান্নান গাজী (নৌকা), লস্কর ইউনিয়নেআরিফুজ্জামান তুহিন(নৌকা), গদাইপুর ইউনিয়নে শেখ জিয়াদুল ইসলাম(নৌকা), রাড়–লী ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা), চাঁদখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শাহাজাদা আবু ইলিয়াস (স্বতন্ত্র), গড়াইখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুস সালাম কেরু (স্বতন্ত্র)।
বটিয়াঘাটা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে ইভিএমএ ভোট গ্রহণ করা হয়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছেন। বেসরকারি ফলাফলে জানা যায়, এই উপজেলা ৩টি ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। আর একটিতে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আসলাম হালদার (আনারস) বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন নৌকা প্রতীক নিয়ে শেখ হাদী উজ-জামান হাদী। আমীরপুর ইউনিয়নে জিএম মিলন (নৌকা) দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন টেলিফোন প্রতীক নিয়ে খায়রুল ইসলাম খান, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আসাবুর রহমান (চশমা) বিজয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন অপর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান গোলাম হাসান।
আমাদের দিঘলিয়া প্রতিনিধি জানান, দিঘলিয়া উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের একজন এবং স্বতন্ত্র হিসেবে ৫ জন জয়লাভ করেন। তারা হলেন, সেনহাটী ইউনিয়নে মো. জিয়া গাজী (স্বতন্ত্র), যোগীপোল ইউনিয়নে সাজ্জাদুর রহমান লিংকন (স্বতন্ত্র), আড়ংঘাটা ইউনিয়নে মো. ফরিদ হোসেন (স্বতন্ত্র), দিঘলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হায়দার আলী মোড়ল (স্বতন্ত্র), বারাকপুর ইউনিয়নে গাজী জাকির হোসেন (নৌকা) ও গাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. ঠান্ডা মোল্যা (স্বতন্ত্র)।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত