পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ইউরোপের তিন দেশ সফরের উদ্দেশ্যে শনিবার (২৮ আগস্ট) ঢাকা ত্যাগ করবেন। ররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সুইজারল্যান্ডের জেনেভায় এলডিসি এশিয়া প্যাসিফিক রিজিওনাল রিভিউ বৈঠক হবে আগামী ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর। পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে যোগ দেবেন। আগামী বছরের জানুয়ারি মাসে দোহায় এলডিসির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সামনে রেখে জেনেভায় এই রিভিউ বৈঠকটি হবে।
নেদারল্যান্ডসের হেগে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন ফোরামের বৈঠক আগামী ৬ সেপ্টেম্বর হবে। এ বৈঠকেও যোগ দেবেন ড. মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জেনেভা ও হেগে যাওয়া-আসার সময় লন্ডনে যাত্রা বিরতি করবেন। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটিশ ফরেন সেক্রেটারি ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত