তালা প্রতিনিধি : তালা উপজেলার কৈখালী মৎস্যজীবী সমবায় সমিতি ইজারার দখল বুঝে পেয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে খলিষখালী ভূমি সহকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম লাল পতাকা পুতে দিয়ে উক্ত দখল নিশ্চিত করেন।
ভূমি অফিস সুত্রে জানা গেছে, তালার মাগুরা মুচিদহা খাস জলমহলটি সরকার ইজারার জন্য টেন্ডার আহবান করেন। তারই পরিপ্রেক্ষিতে কৈখালী মৎস্যজীবী সমবায় সমিতি সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর ইজারার জন্য আবেদন করেন। এ দিকে আর কোন প্রতিষ্ঠান আবেদন না করায় সরকার আগামী ৩ বছরের জন্য কৈখালী মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারা প্রদান করেন। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে খলিষখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম গত বৃহস্পতিবার সরজমিনে যেয়ে কৈখালী মৎস্যজীবী সমবায় সমিতিকে ইজারার দখল বুঝিয়ে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।