ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা ছয় ম্যাচে হারায় সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা। এমন ভরাডুবিতে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাল-সবুজ দল খেলতে পারবে কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা মাথায় নিয়েই আজ শ্রীলঙ্কার মুখোমুখি লাল-সবুজ দল। আগে বোল করতে নেমে শুরুতে তিন উইকেট ফালিয়ে লঙ্কানদের চেপে ধরলেও চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে বড় সংগ্রহের দিক এগোতে থাকে শ্রীলঙ্কা। সেই জুটি ভেঙে টাইগারদের ম্যাচে ফেরান সাকিব আল হাসান। তবে এর পরেই ‘অদ্ভুতভাবে’ আউট হন লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি। কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন ম্যাথিউস। যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি তিনি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার।
ফলে নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু লঙ্কান এই ব্যাটার সেটি হতে পারেননি। এতে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন মাঠের আম্পায়াররা। আর এতেই ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম এই ‘অদ্ভুত’ আউটের সাক্ষী হলেন ক্রিকেট প্রেমীরা।