ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মত ২০ দলের অংশগ্রহণে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে আইসিসি। আসছে বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে খেলার টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করেছে নামিবিয়া। আর আজ দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়েছে উগান্ডা। জিম্বাবুয়ে এবং কেনিয়ার স্বপ্ন ধূলিসাৎ করে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে রুয়ান্ডাকে ৯উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। বাছাইপর্বের ছয় ম্যাচের পাঁচটিতেই জিতে এই রেকর্ড গড়েছে উগান্ডা।
বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচে খেলতে নেমে আজ টসে জিতে রুয়ান্ডাকে আগে ব্যাটিংয়ে পাঠায় উগান্ডা। বাছাইপর্বের আগের সব ম্যাচে পরাজিত হওয়া রুয়ান্ডা আজকেও সূচনাটা ভালো করতে পারেনি। প্রথম ওভারের চতুর্থ বলেই স্কোরবোর্ডে কোনো রান না ওঠতেই সাজঘরে ফিরেন এক ওপেনার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি।
শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর ১২.৫ ওভারে স্কোরবোর্ডে ৪৭ রান ওঠতেই আরও চার উইকেট হারায় রুয়ান্ডা। উগান্ডার বোলারদের তোপে আজ দাড়াতেই পারেননি রুয়ান্ডার কোনো ব্যাটার। দেশটির হয়ে ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেছেন এরিক দুশিংজিমানা। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারেই অল আউট হওয়ার আগে ৬৫ রানের সংগ্রহ গড়তে পারে রুয়ান্ডা।
রুয়ান্ডার দেওয়া ৬৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রসী ব্যাটিং করে উগান্ডার দুই ওপেনার সাইমন সেসাজি ও রোনাক প্যাটেল। এই দুই জনের ৩১ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় উগান্ডা। তবে দলীয় ৩১ রানে রনক ১৮ করে আউট হলে ভাঙে এই ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা রজার মুকাসেকে সঙ্গে নিয়ে সহজেই জয়ের বন্দরে পৌছে যায় সেসাজি। এতে ৯ উইকেটের বিশাল জয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি। সাইমন অপরাজিত থাকেন ২১ বলে ২৬ রান করে। অন্যপ্রান্তে রজার মুকাসা করেন ৮ বলে ১৩ রান।
এদিকে উইগান্ডার আনন্দের দিনে কপাল পুড়েছে জিম্বাবুয়ের। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পারবে না দেশটি। সাত দেশের অংশগ্রহণে বিশ্বকাপ বাছাইয়ের আফ্রিকা অঞ্চলের এ প্রতিযোগিতায় ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে উগান্ডা। আসরে শুধু নামিবিয়ার কাছে হার মানে ক্রেনসরা। অবশ্য চমক লাগিয়ে হারিয়ে দেয় জিম্বাবুয়ে ও কেনিয়ার মতো পরিচিত মুখগুলোকে। এতেই আসছে বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেন।