
জন্মভূমি ডেস্ক : ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি এবং ভিডিও অনেকেই পোস্ট করেন। দৈনন্দিন যাপনের ঝলক ভাগ করে নেন পরিচিতদের সঙ্গে। কিন্তু এখান থেকে থেকে আয় করেন ক’জন?
২১ বছরের তন্বী নায়িকা জান্নাত জুবের রহমানী হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। অভিনয় নিয়েই মেতে থাকেন। তবে তার উপরি পাওনা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা। নিয়মিত ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করে বাড়তি আয় করেন তিনি। ইনস্টাগ্রামে জান্নাতের অনুরাগীর সংখ্যা চার কোটি ৬০ লাখের বেশি।
জনপ্রিয়তার ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে জন্নতের চুক্তি রয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এক একটি পোস্ট থেকে তিনি প্রায় দেড় লাখ রুপি বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ টাকা নেন। কোনো কোনো পোস্টে আয়ের পরিমাণ আরো বেশি।
জান্নাত নিজের পরিশ্রমে সম্পত্তির পরিমাণ অনেক বাড়িয়ে ফেলেছেন। বর্তমানে তিনি প্রায় ৩২ কোটি টাকার ওপরে সম্পত্তির মালিক। প্রতি মাসে সব মিলিয়ে তার আয় হয় প্রায় বাংলাদেশি টাকায় ৩২ লাখ টাকার ওপরে।