পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো এক কিশোরী (১৬)। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলীর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।
জানা গেছে, ঝর্না আক্তার নামের ওই কিশোরী ইন্দুরকানী আবাসনস্থ মো. নজরুল সাজ্জালের মেয়ে। তার বিয়ে বাধা দেওয়ার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। পরে মেয়ের পরিবারকে আইনের বিষয়ে সচেতন করে এবং মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করা হয়।
এ বিষয়ে ইউএনও হাসান বিন মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি দ্রুত ঘটনাস্থলে পুলিশ সহ মহিলা বিষয়ক কর্মকর্তাকে পাঠিয়েছিলেন। তাদের তৎপরতায় বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে।
ইন্দুরকানীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
Leave a comment