পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার জিয়ানগর ব্রিজ সংলগ্ন টোল প্লাজায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ছাত্রদল নেতা সাইমুন ও তার সঙ্গে থাকা শাহিন, মারুফসহ কয়েকজন মোটরসাইকেলে জিয়ানগরের উদ্দেশ্যে রওনা হন। জিয়ানগর ব্রিজের টোল প্লাজায় পৌঁছালে জাহিদুল ও সজিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। আহত ছাত্রদল নেতা সাইমুন অভিযোগ করেন, পাড়েরহাট থেকে জিয়ানগর যাওয়ার পথে টোল প্লাজায় পৌঁছালে জাহিদ ও সজিবের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আমি সাইমুন (৩৫) এবং শাহিন (৪০), মারুফ (৩৫), রাকিব (২৫) ও জিহাদ (২২) গুরুতর আহত হই। আহতদের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত জাহিদ মুঠোফোনে জানান সাইমুন নেতৃত্বে আমাদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে পরে টোল থেকে আমরা সরে যাই৷ঘটনার খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন ও এসআই সঞ্জীব ঢালি আহত হন। ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইন্দুরকানীতে তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ
Leave a comment