এস এম মুর্শিদ, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে (২১ ডিসেম্বর) শনিবার সকাল ১১ টায় ইন্দুরকানী থানা হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মুকিত হাসান খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা জাকির হোসেন, আ: হাই জোমাদ্দার, কবির খান, বাবুল তালুকদার, ইউনিয়ন জামায়াত নেতা খাইরুল বাসার , মো. এবাদুল সরদার প্রমুখ।