আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় মঙ্গলবার (১০ জানুয়ারি) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।
কম্পনের পর প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সেটি তুলে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স।
ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে কম্পনটি আঘাত হেনেছে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত