জন্মভূমি ডেস্ক : ইন্দোনেশিয়ার বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ান্তো প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা কিছুটা বাকি রয়েছে। সুবিয়ান্তো গণনাকৃত ভোটের ৫৫ শতাংশেরও বেশি জিতে নিয়েছেন। খবর বিবিসির।
সুবিয়ান্তো এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
ইন্দোনেশিয়ার নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট পান, তাহলে তাকে আর রান-অফ লড়তে হয় না। সুবিয়ান্তো যে পরিমাণ ভোট পেয়েছেন তাতে তিনি একবারেই প্রেসিডেন্ট হতে পারবেন। তবে সুবিয়ান্তো নিজেকে বিজয়ী ঘোষণা করলেও সমর্থকদের আরও ধৈর্য ধারণ করতে বলেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত