
বিজ্ঞপ্তি : বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড- ২০২০ এর আলোকে খুলনা মহাপরিকল্পনাভুক্ত এলাকার ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংশোধন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০২৩ প্রনয়ণ সম্পর্কিত বিষয়ে সংশ্লিষ্ঠ বিষয়ের শিক্ষাবিদ ও পেশাজীবীদের উপস্থিতিতে একটি কর্মশালা ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কেডিএ বিজয়গাথা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কেডিএর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মোঃ সাবিরুল আলম। উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে বিএনবিসি ২০২০ এর আলোকে ইমারত নির্মাণ বিধিমালা হালনাগাদ করনের লক্ষে কর্তৃপক্ষের ৫৫৮তম বোর্ড সভায় ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখে একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির প্রণয়নকৃত খসড়া বিধিমালাটি প্রয়োজনীয় পরিমার্জন/পরিবর্ধনের লক্ষ্যে এই কর্মশালাটির আয়োজন করা হয়। প্রস্তাবিত ইমারত নির্মাণ বিধিমালার বিভিন্ন বিষয়ে এই কর্মশালায় উপস্থাপন করা হয়। সে আলোকে উপস্থিত অংশগ্রহণকারিগণ বিধিমালার বিভিন্ন বিষয়ে সুচিন্তিত মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। সভাপতি বক্তব্য বলেন, বিধিমালার উপরে প্রদত্ত সকলের মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পরিমার্জন/পরিবর্ধন করে খসড়া বিধিমালা প্রনয়ণ করা হবে। উক্ত কর্মশালায় কুয়েট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, কেসিসি, বাংলাদেশ ইনস্টিটিউট প্ল্যানার্স, ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউট অব বাংলাদেশ, বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্ট, নগর উন্নয়ন অধিদপ্তর এর প্রতিনীধিগণ, ওজোপাডিকো, গণপূর্ত অধিদপ্তর, খুলনা ওয়াসা, এলজিইডি, ফায়ার সার্ভিস, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সভাপতি, কেডিএর সদস্যবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।