আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিম ইরানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার এই ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকশো মানুষ। ইরানের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, অন্তত পক্ষে ৪৪০ জন আহত হয়েছেন। জানা গেছে, গতরাতে স্থানীয় সময় রাত ৯টা ৪৪ মিনিট নাগাদ ইরান-তুরষ্ক সীমান্তবর্তী খয় নামক শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, শক্তিশালী কম্পন ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলোর আরও অনেক শহরেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল খয় শহরের ১৪ কিমি দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে উৎপন্ন হয় এই কম্পনটি। ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় তুষারপাত হচ্ছে। এর জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে এতে। তবে প্রতিকূলতার মাঝেও মানুষজনকে নিরাপদ স্থানে নিয়ে যেতে তৎপর হয়েছে প্রশাসন। তবে উদ্ধারকাজে বিলম্ব হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান বড় ধরনের সিসমিক ফল্টের মধ্যে রয়েছে। প্রতিদিন গড়ে একটি ভূমিকম্প অনুভূত হয় এই দেশে। ১৯৯০ সালে ইরানে ৭.৪ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ৪০ হাজারেরও বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েছিলেন কয়েক লাখ মানুষ। এরপর ২০০৩ সালে রিখটার স্কেলে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প ঐতিহাসিক শহর বামকে ধুলোতে মিশিয়ে দিয়েছিল। তাতে ২৬ হাজার মানুষ মারা যান। এছাড়াও বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্প দেখেছে ইরান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত