
বিজ্ঞপ্তি : পাওয়ার হাউজ মোড়ের আইএবি কার্যালয়ে সোমবার বিকাল ৫টায় সদর থানা ইসলামী আন্দোলনের এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর ও জেলা আয়োজিত বিশাল সমাবেশ সফলের আলোচনা সভায় থানা সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সঞ্চালনা করেন সেক্রেটারী গাজী ফেরদৌস সুমন। উপস্থিত ছিলেন নায়েবে আমীর ও মহানগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মুফতী আমানুল্লাহ, শেখ মুহা. নাসির উদ্দিন, ইমরান হুসাইন, আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুল মান্নান, আবুল কালাম মৃধা, আনোয়ার হোসেন, কারী জামাল, আবুল কাশেম, মুফতী আমানুল্লাহ, আব্দুর রহমান সবুজ, রবিউল ইসলাম, আব্দুল কুদ্দুস, চান মিয়া, মিরাজ মাহাজন, মোহাম্মদ জাবেদ, আফজাল হোসেন, রিয়াজুল ইসলাম, সোহরাব হোসেন, শামসুল হক, সেলিম হাওলাদার, রিপন শেখ, রমজান হাওলাদার, মইনুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বখতিয়ার, আল-আমিন, হেলাল উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, ইমন হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, মাওলানা হাবিবুল্লাহ গাজী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৩ সেপ্টেম্বর শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সর্বাত্মক সফলে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।