জন্মভূমি ডেস্ক : মারা গেছেন প্রখ্যাত আইরিশ সংগীতশিল্পী সিনিড ও’কনর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। গতকাল বুধবার তার পরিবারের বরাত দিয়ে মৃত্যুর খবরটি প্রকাশ করে আয়ারল্যান্ডের গণমাধ্যম। তবে এ তারকার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
আয়ারল্যান্ডের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার আরটিই এক বিবৃতিতে বলেছে, সিনিড ও’কনরের পরিবার খুবই দুঃখের সঙ্গে গায়িকার মৃত্যুর খবর ঘোষণা করেছে। তার মৃত্যুতে পরিবারের সদস্য এবং বন্ধুরা বিধ্বস্ত।
সিনিডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তিনি বলেন, সিনিড ও’কনরের গান বিশ্ববাসীর প্রিয় ছিল এবং তার প্রতিভা ছিল অতুলনীয়।
এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স শোক প্রকাশ করে গায়িকার সুন্দর ও অনন্য কণ্ঠস্বরের প্রশংসা করেছেন। তিনি বলেন, আয়ারল্যান্ড এত অল্প সময়ে যা হারিয়েছে তা হলো আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রতিভাধর সুরকার, গীতিকার ও সাম্প্রতিক দশকের পারফরমারদের একজন। যিনি শ্রোতাদের জন্য অনন্য প্রতিভা এবং অসাধারণ আকর্ষণ রেখেছেন।
১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানের মাধ্যমে সকলের নজরে আসেন সিনিড। গানটি মিউজিক চার্টে ওই বছর এক নম্বরে পৌঁছেছিল এবং তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দিয়েছিল।
তবে শুধু সংগীতের মাধ্যমেই নয় বরং ধর্ম, যৌনতা, নারীবাদ ও যুদ্ধ সম্পর্কে স্পষ্টবাদী মতামতের জন্যও সিনিড বিখ্যাত। এমনকি ক্যাথলিক নানা নিয়মের সমালোচনা করেও নিজের দেশে ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন তিনি। ১৯৯২ সালে টেলিভিশনে ‘স্যাটারডে নাইট লাইভ’ শোতে তিনি দ্বিতীয় পোপ জন পলের একটি ছবি ছিঁড়ে ফেলেন। একইসাথে তিনি বলেন, প্রকৃত শত্রুর সাথে যুদ্ধ করুন।
সাত বছর পর মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি চার্চ তাকে যাজক হিসেবে ঘোষণা করে। তবে যেহেতু ক্যাথলিক চার্চ নারীদের যাজক হওয়া অনুমোদন করে না, তাই তার ওই অনুষ্ঠানটিও তারা অনুমোদন করেনি।
এরপর ২০১৮ সালে সিনিড ইসলাম ধর্ম গ্রহণ করেন। নিজের নাম পরিবর্তন করে রাখেন শুহাদা সাদাকাত। যদিও পরবর্তীতে সংগীত অঙ্গনে তিনি ও’কনর নামেই পরিচিত ছিলেন।
চলতি বছরের ১২ জুলাই নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সিনিড পোস্ট করে জানান যে, তিনি লন্ডনে বসবাস করছেন। একইসাথে ভক্তদের জন্যও সুখবর দিয়েছিলেন।
সিনিড জানান, নতুন অ্যালবামের কাজ শেষ করছেন তিনি। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছিল গায়িকার নতুন অ্যালবাম। এ ছাড়া ২০২৪ সালের শেষের দিকে কিংবা ২০২৫ সালের শুরুতে মিউজিক ট্যুরেরও পরিকল্পনা করেছিলেন তিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত