
জন্মভূমি ডেস্ক : ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার ২০টিসহ সারাদেশের ৪৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (১৯ এপ্রিল) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার এ তথ্য জানান।
নূর মোহাম্মদ মজুমদার বলেন, “যেগুলো বেশি বেশি যানজটপূর্ণ পয়েন্ট, সেখানে দুই শিফটে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আমাদের মনিটরিং টিমও কাজ করছে। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঈদের আগে ও পরে ৭ দিন রাস্তায় থাকবেন, যেন কোনো ধরনের সমস্যা না হয়।” সকাল থেকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন শেষে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “আমি বাস টার্মিনালগুলো ঘুরে দেখলাম, যাত্রীদের তেমন ভিড় নেই। দীর্ঘ ছুটির কারণে অনেকেরই বাড়ি ফেরার তাড়া কম।” যানজট হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “বিআরটিএ প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেসব জায়গায় সাধারণত যানজট হয়, আমরা কন্ট্রোল রুম থেকে ১৩০টা ক্যামেরার মাধ্যমে সেসব জায়গায় মনিটরিং করছি।”
নূর মোহাম্মদ মজুমদার বলেন, “গত দুই তিন দিন আমাদের কাছে যে তথ্য আছে, তাতে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। এমনকি অতিরিক্ত ভাড়া আদায়েরও তেমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই।” ঈদ যাত্রায় সড়কে ফিটনেসবিহীন যানবাহন প্রসঙ্গে বিআরটিএ চেয়ারম্যান বলেন, “ঈদযাত্রায় ঢাকা-রংপুর মহাসড়কে আনফিট গাড়ি থাকার প্রবণতা রয়েছে। এজন্য আমরা মালিকদের সঙ্গে বৈঠক করেছি। কোনো যানবাহন যেন রাস্তায় না উঠতে পারে সেজন্য, আইজিপির সঙ্গেও বৈঠক হয়েছে।”