
বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে কয়রা উপজেলা সদরের জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। বুধবার বিকেলে খুলনার কয়রা উপজেলায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় আখতারুজ্জামান বাবু বলেন, শেখ হাসিনা যখনই রাষ্ট্রিয় ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, জাতির উন্নয়ন হয়, খুলনাসহ দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। যুবলীগ নেতাকর্মীরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় ভূমিকা রাখে।
এ সময়ে বক্তৃতা করেন খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগ নেতা মো: হারুন আর রশিদ আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবিবউল্লাহ বাহার, রবিউল ইসলাম রবিন, অ্যাড, বারাফাত হোসেন, কবির আহমেদ মনা, ওলিয়ার রহমান সানি, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. জাকিয়ার রহমান ওমান, জেলা শ্রমিক লীগে যুগ্ম আহবায়ক মো: কামরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম শাওন, শরিফুল ইসলাম টিংকু, সোহেল রানা সৌরভ, আল আমিন ইসলাম, আমিনুল হক বাদল, যুবলীগ নেতা সাদিক মামুন, জাহিদুর রহমান মিল্টন, তাপস জোয়দ্দোর, রিয়াজুল ইসলাম রিপন, গনেশ মন্ডল, ইকলাস উদ্দিন লিটন, রোকনউজ্জামান কাজল, মো. আমিরুল ইসলাম বাবু ইকতিয়ার উদ্দিন হিরো, মাসুম বিল্লাহ, আল আমিন ইসলাম খোকনসহ উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।