
বারী সুমন
একটা ঈদে শপিং না করলে কি এমন ক্ষতি হয়;
এবার না হয় পুরোনো জামা দিয়েই চালিয়ে দাও!
জানি- মন খারাপ হতেই পারে
বাইরে না গিয়ে,
খোলা বারান্দায় কিংবা ছাদে একটু হেটে আসো।
ছোটরা বায়নাতো ধরবেই,
তাদের বুঝিয়ে না হয়
গাছের তাজা মেহেদী পড়ার অভ্যাস করো।
সুগন্ধী তেল, লাল লিপিস্টিক খুব কি দরকার?
এবার নাহয় সাদামাটা একটা ঈদ হোক!
বন্ধুদের সাথে বাড়ির বাইরে পার্টি না করে,
পরিবারের সবাইকে নিয়ে একটা ঘরোয়া
আয়োজনতো হতেই পারে।
মন খারাপের ঘুড়িগুলোকে নীল আকাশে
সুতো কেটে উড়িয়ে দাও,
সুস্থ থাকার প্রত্যয়টাকে ভালো করে রপ্ত করো।
জলে ভাসা সাবান এই ঈদে নাইবা পেলে,
হাত ধোয়ার জন্য একটা বল সাবানই যথেষ্ট!
সুস্থ থাকার জন্য জীবন থেকে কিছু ভালোলাগা নাহয় ছেড়ে দিলে
খুব তো কিছু হারাবেনা—-
তানয়তো সচেতনতার অভাবে করোনায়
হারাতে হবে আমাদের অনেক প্রিয় কিছু মানুষ
হারাতে হবে আমাদের অনেক প্রিয় এই জীবন!!