চুয়াডাঙ্গা প্রতিনিধি : রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. আলমগীর হোসেন জনির উদ্যোগে চুয়াডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয় (ভিজে স্কুল) প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের প্রায় এক হাজার নারী-পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে সহযোগিতায় ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের চিকিৎসক রিয়াসাদ জামান তুলন, মেহেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার সউদ কবির মালিক জন। মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন সাংবাদিক ফাইজার চৌধুরী।
ডা. আলমগীর হোসেন জনি বলেন, আমি চুয়াডাঙ্গার সন্তান। ঈদের ছুটিতে বাড়ি এসে অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে আমি ও আমার বন্ধুরা মিলে এ আয়োজন করেছি।