বিচিত্র কুমার
ঈদের ছুটি ঈদের ছুটি
যাচ্ছি নানা বাড়ি,
রাস্তাঘাটে জ্যাম বেঁধেছে
যাচ্ছি ঘোড়া গাড়ি।
হাট পেরিয়ে মাঠ পেরিয়ে
যাচ্ছি ঘোড়া খুরে,
আর নয়কো বেশি দূর যে
নানার বাড়ি দূরে।
রঙেবঙ্গে লাগছে যেন
হিয়া আমার বেশ,
কী আনন্দ কী আনন্দ
হবে কত্ত রেশ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত