জন্মভূমি ডেস্ক : ব্যক্তি জীবন নানা টানাপোড়নের মধ্যে পার করলেও ক্যারিয়ার জীবনে পর্দায় তা কখনই প্রভাব ফেলতে পারে না অভিনয়শিল্পীদের। আর সেটি আবারও প্রমাণ করলেন এ প্রজন্মের ঢালিউডের দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।
ঈদ উপলক্ষে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দর্শক মাতাতে হাজির হতে চলেছেন বিটিভির পর্দায়। প্রতিবছরের মতো এবারের কোরবানির ঈদের অনুষ্ঠান হিসেবে প্রচারিত হবে আনন্দমেলা।
আর এ আনন্দমেলা অনুষ্ঠানেই উপস্থাপনার দায়িত্বে থাকবেন অপু বিশ্বাস। তার সঙ্গে উপস্থাপনায় আরও দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। আর এ অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে মঞ্চে নৃত্য পরিবেশন করবেন শবনম বুবলী এবং মাহফুজ আহমেদ।
ঈদের অনুষ্ঠানে স্মরণ করা হবে প্রয়াত কিংবদন্তি নায়ক ফারুককে। তার অভিনীত তিনটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন আদর আজাদ ও দীঘি।
তিনটি নাটিকা ছাড়াও থাকছে মৌলিক ও ব্যান্ডের গান। ঈদের দিন বিটিভিতে রাত ১০টার সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত