হাফিজুর রহমান
ঈদ মানে হাসিখুশি খুব
ঘরে-ঘরে উৎসব,
কেউ করে সাজগোজ
শিশুদের কলরব।
ঈদ মানে ভুলে যাওয়া
নষ্টের সকল পথ,
কষ্টগুলো বিলিয়ে দেয়া
উগ্রতাকে করে বধ।
ঈদ মানে নামাজ পড়া
ধনী গরিব একসাথে,
কাঁধে-কাঁধ মিলে দাঁড়া
ফিরতে সঠিক পথে।।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত