পিরোজপুর প্রতিনিধি: “পাঠ্যভ্যাস গঠন ও পরিবেশ উন্নয়ন” চেরাগ গ্রান্থগার পিরোজপুর এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বার্ষিক কর্ম পরিকল্পনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সদর উপজেলার জুজখোলা চেরাগ ভবন মিলনায়াতনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ঢাকা) খামার বাড়ি সাবেক পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর কবির। এর অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫ সালের কর্ম পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করেন চেরাগ গ্রন্থগারের প্রধান উপদেষ্টা শিক্ষক কাজী মুজিবুর রহমান। ৪ এপ্রিল বিকেলে চেরাগ গ্রান্থাগারের নীতি নির্ধারণী কমিটির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে এবং মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক সময় কৃষ্ণ হালদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক বাবু বাসুদেব চন্দ্র সেন, মো. ফারদিন শেখসহ গ্রান্থগারের সদস্য, কৃষক, ছাত্র-ছাত্রিসহ মোট ৭৮ জন উপস্থিত ছিলেন।