ডেস্ক রিপোর্ট : অস্বাভাবিক মুনাফার প্রলোভনে প্রতারণার ঘটনা বাড়তে থাকায় ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম ও ক্রাউডফান্ডিংভিত্তিক কার্যক্রম নিয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে উচ্চ রিটার্নের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। অনেক সময় এই ধরনের উদ্যোগের আড়ালে ব্যক্তিগত তথ্য—বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)—জালিয়াতির উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে।
প্রতারণার কৌশল হিসেবে কখনো হজ, সামাজিক সুরক্ষা কর্মসূচি, সরকারি ভাতা বা ভুয়া প্রণোদনার কথা বলে অর্থ আত্মসাৎ করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে বলেছে, এ ধরনের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে যুক্ত হলে, তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।
আরও জানানো হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ধারা ৪ ও ১৫ অনুসারে এ ধরনের কর্মকাণ্ড আইন পরিপন্থী। এ আইনের ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এই সতর্কতাকে ‘জনস্বার্থে জারি করা নির্দেশনা’ হিসেবে উল্লেখ করে ডিজিটাল ও অফলাইন লেনদেনে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত