তালা প্রতিনিধি : মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে দাতা সংস্থা সিডা’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ইএউ ঝওউঅ ঋষধংয ঋষড়ড়ফ জবংঢ়ড়হংব ২০২৫ প্রকল্পের লেসন লার্ণ কর্মশালা ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ফুলগাজী উপজেলার ফুলগাজী সদর, মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নে ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ৯০০ জন উপকারভোগীর মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ কার্যক্রম পরিচালনা শেষে প্রকল্পের উক্ত লেসন লার্ণ কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণের প্রকল্পের সমন্বয়কারী হাসিনা পারভীন। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফুলগাজী সদর ইউনিয়ন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, মুন্সিরহাট ইউনিয়ন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোয়াজ্জেম হোসাইন, দরবারপুর ইউনিয়ন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুল হক। এ সময় সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানসহ স্ব স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, সহযোগি সংস্থা ও ফুলগাজী সদর,মুন্সিরহাট ও দরবারপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ, উপকারভোগী, সাংবাদিক এবং উত্তরণের প্রকল্প স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। লেসন লার্ণ কর্মশালায় প্রকল্পের সবলদিক, চ্যালেঞ্জ, লার্ণিং এবং মতামত নিয়ে দলীয় আলোচনা হয় এবং দলীয় আলোচনার মাধ্যমে যা উঠে আসে তাহলো: এই প্রকল্পের মাধ্যমে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ক্রাইটেরিয়া অনুসরণ করে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হয়েছে এবং তাদের মাঝে শর্তহীন নগদ ৬ হাজার টাকা এবং হাইজিন কিটস বিতরণ করা হয়েছে। যা খুবই স্বচ্ছতার সাথে বাস্তবায়িত হয়েছে এবং প্রশংসার দাবী রাখে। এছাড়াও উপস্থিত উপকারভোগীরা জানান, এই টাকা দিয়ে তারা অনেকে ছাগল ও হাঁস-মুরগী কিনেছেন, বাঁশ কিনে বাঁশের ঝুড়ি তৈরী করে তা বিক্রি করে সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েদের লেখা-পড়ার খরচ দিয়েছেন, খাবার কিনেছেন, ঔষধ কিনেছেন ইত্যাদি। তারা টাকা এবং হাইজিন কিটস পেয়ে খুবই খুশি। এছাড়াও উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত