তালা প্রতিনিধি : দাতা সংস্থা সিডা’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ইএউ ঝওউঅ ঋষধংয ঋষড়ড়ফ জবংঢ়ড়হংব ২০২৫ প্রকল্পের সমাপনী সভা সোমবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর,চিথলিয়া ও বক্সমাহমুদ ইউনিয়নে ২০২৫ সালের বন্যায় ক্ষতিগ্রস্থ ৬৪৫ জন উপকারভোগীদের মাঝে শর্তহীন নগদ টাকা ও হাইজিন কিটস প্রদান কার্যক্রম শেষ হওয়ায় উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলগাজী ও পরশুরাম উপজেলার নির্বাহী অফিসার ফাহরিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নুর এবং সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার মমতাজ বেগম। সমাপনী সভায় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার প্রেসক্লাবের সভাপতি, উপজেলার সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, লাইভস্টক অফিসার, ফিসারিজ অফিসার, আইসিটি কর্মকর্তা এবং মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপকারভোগী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উত্তরণ এর প্রকল্প স্টাফবৃন্দ।
এ সময় উপরভোগীরা জানান, তারা পুরাতন সেলাই মেশিন ও কাপড় ক্রয় করে কাজ করা, বাঁশ কিনে বাঁশের উপকরণ তৈরী করা,ছাগল ক্রয় করে পালন করা, চায়ের দোকান দেয়া,ছেলে মেয়ের লেখা পড়ার খরচ,খাবার কেনা, ঔষধ কেনার কাজে খরচ করেছেন।
প্রধান অতিথি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে এই প্রকল্প প্রশাসনের সাথে সমন্বয় করে স্বচ্ছতার সাথে বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত