তালা প্রতিনিধি : দাতা সংস্থা ইকো’র অর্থায়নে এ্যাকশন এগেইনেস্ট হাংগার/এ্যাকশন কন্ট্রালাফা’র সহযোগিতায় উত্তরণ কর্তক বাস্তবায়িত Multi-Sector Recovery to the Flood Affected Communities in the Eastern Region of Bangladesh প্রকল্পের অবহিতকরণ সভা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় বেগমগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ও জিরতলী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে ল্যাট্রিন ও টিউবয়েল মেরামত, শর্তহীন টাকা প্রদান, উপকারভোগীদের দক্ষতা উন্নায়নে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে অবহিতকরণ সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হেদায়েত উল্লাহ মুকুলের সঞ্চাালনায় অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন গোপালপুর ও জিরতলী ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, প্রশাসনিক কর্মকর্তাগণ ও সুশীল সমাজের প্রতিনিধি। এ সময় উত্তরণের উপজেলা ম্যানেজার মোঃ মুস্তাফিজুর রহমান রিপন, প্রজেক্ট অফিসার (ওয়াশ) পারভেজ ইসলাম, প্রজেক্ট অফিসার (লাইভলিহুড) শেখ বায়েজিদ হাসানসহ অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুর রহমান উপস্থিত সকলকে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য আহবান করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত উপকারভোগী যেন সাপোর্ট পায় সেই বিষয়ে সহযোগিতা করারও আহবান জানান।