গাজী জাহিদুর রহমান, তালা : জমি অধিগ্রহণসহ প্রশাসনিক নানান জটিলতা কাটিয়ে অবশেষে তালার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে এই স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। খুলনা-পাইকগাছা সড়কের কোলঘেঁষে তালা মেলাবাজার এলাকায় ইউরেকা ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) পাশে ফায়ার সার্ভিস স্টেশনটির নির্মাণকাজ সম্পন্ন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, ২০২০ সালের জুলাই মাসে ০.৩৩ একর জমি ফায়ার সার্ভিস স্টেশনের জন্য প্রস্তাবিত সম্বলিত সাইনবোর্ড স্থাপন করেন কর্তৃপক্ষ। এরপর মূলত স্টেশনের অবকাঠামোগত কাজ শুরু হয়। নির্মাণাধীন ফায়ার সার্ভিসের অবকাঠামোগত কাজ সম্পাদন করতে সরকারী বরাদ্দ নির্ধারণ করা হয় প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা। এটির নির্মাণ কাজ সম্পাদন করেন (এমকেবি) মাদার কুঠির বাবর অ্যাসোসিয়েশন-ঢাকা নামক প্রতিষ্ঠান।
তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, ‘নতুন ফায়ার স্টেশন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। অতীত সময়ে বহু অগ্নিকান্ডের মত ঘটনা ঘটেছে। কিন্তু তালায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূর সাতক্ষীরা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা আগুন নেভাতে আসলেও তার মধ্যে বড় ধরণের দুর্ঘটনা ঘটে যেতো। তালা ফায়ার সার্ভিস চালু হলে এসব ভোগাস্তি কমবে। শুধু অগ্নিকান্ডে নয়,প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন দুর্ঘটনায় অল্প সময়েও খুব সহজে সেবা মিলবে ফায়ার সার্ভিসের।’
উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান বলেন, ‘অত্র উপজেলাতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে আসতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। এখন আমাদের উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন নির্মিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। আমরা উদ্বোধনের অপেক্ষার প্রহর গুণছি।’
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: তারেক হাসান ভূঁইয়া বলেন, তালার ফায়ার সার্ভিস স্টেশনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণপূর্ত মন্ত্রণালয়, সিভিল ডিফেন্স অধিদপ্তর বাস্তবায়ন করেছেন। এরইমধ্যে প্রায় সকল কাজ সম্পন্ন হয়েছে। সামান্য ছোট-খাটো যে কাজ আছে তা চলমান রয়েছে। তালার ফায়ার সার্ভিসের জন্য জনবল দু’টি গাড়ি, প্রয়োজনীয় জনবল, পাম্পসহ আনুষঙ্গিক সবকিছুই প্রস্তুত রয়েছে। গণপূর্ত বিভাগ আমাদের কাছে হস্তান্তর করলে অতি দ্রুত সময়ের মধ্যে এটি উদ্বোধন করা হবে।
ফায়ার সার্ভিস স্টেশনের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবুল কালাম জানান, স্টেশনটির ৩তলা বিশিষ্ট সুসজ্জিত অবকাঠামোসহ আনুষঙ্গিক সকল কাজ প্রায় শেষ হওয়ার পথে। অতিদ্রুত স্টেশনটি গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করবো।