
বিজ্ঞপ্তি : মডার্ণ ফার্নিচার মোড় দু’টি সংযোগ সড়ক স্থায়ীভাবে খুলে উন্মুক্ত রাখার দাবিতে বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মডার্ণ ফার্নিচারের মোড়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির তত্ত্বাবধানে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর পক্ষে হাবিবউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং উন্নয়ন কমিটির মহাসচিব এস এম সোহরাব হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি কবি রুহুল আমিন সিদ্দিকী, এস এম আলতাফ হোসেন, এস এম আকরাম হোসেন খোকন, সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, শেখ আব্দুল হালিম, শেখ আইনুল হক, কবি নাজমুল তারেক তুষার, শাহ্ লায়েক উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীসহ বিপুল সংখ্যক জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর খানজাহান আলী রোড (ফেরীঘাট থেকে রূপসা পর্যন্ত) অনেকগুলো সংযোগ সড়ক বিদ্যমান। যার মধ্যে ঐতিহ্যবাহী মডার্ণ ফার্নিচার মোড় দু’টি সংযোগ সড়ক আছে, একটি দক্ষিণ দিকে মৌলভীপাড়া-পূর্ব বানিয়াখামার-দোলখোলা-মিস্ত্রীপাড়া-বাগমারা এবং অপরটি উত্তর দিকে বাইতিপাড়া-মির্জাপুর গেছে। গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবৎ কেএমপি’র ট্রাফিক বিভাগ বন্ধ করায় এলাকার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। সংযোগ সড়কটি বন্ধ থাকায় পথচারীদের টিবি বাউন্ডারী রোড-পিটিআই মোড় অথবা সিটি কলেজ মোড় হয়ে যাতায়াত করতে হচ্ছে। রিকসা-গাড়িতে আরও ঘুরপথে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে ঐ দুটি সংযোগে যানজট আরও বৃদ্ধি পাচ্ছে। এলাকার ভুক্তভুগী বাসিন্দারা কেএমপি কমিশনার, স্থানীয় কাউন্সিলরসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিকট আবেদন-নিবেদন করা সত্বেও সংযোগ সড়কটি খুলে না দিয়ে বর্তমানে স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা পরিলক্ষিত হয়। এ প্রেক্ষিতে এলাকাবাসীর দুর্গতি লাঘবের প্রত্যাশায় ইতোপূর্বে মেয়র ও সংসদ সদস্য’র বরাবর উল্লিখিত সংযোগ সড়কটি খুলে দেবার অনুরোধ করায় তারা আশ্বাস প্রদান করেন এবং বাস্তবায়নে কিছু পদক্ষেপ নেয়ায় তাদেরকে ধন্যবাদ জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ সংযোগ সড়কটি স্থায়ীভাবে উন্মুক্ত রাখবেন।