দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চালনা পৌরসভা মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় ও ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়ের যৌথ পরিচালনায় সভার উদ্বোধন করেন জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ। সম্মানিত বিশেষ অতিথির বক্তৃতা করেন সংরক্ষিত সংসদ সদস্য এড. গেøারিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা এড. সোহরাব আলী সানা, এড. এম এম মুজিবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এড. নিমাই চন্দ্র রায়, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, ননী গোপাল মন্ডল, সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, মো: জোবায়ের আহম্মেদ খান জবা, এম এ রিয়াজ কচি, মোজাফ্ফার মোল্যা, খায়রুল ইসলাম, মো: জামিল খান, উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, আব্দুল্লাহ ফকির, সরোজিত রায়, সরদার জাকির হোসেন, আব্দুল জলিল তালুকদার, শেখ আব্দুল কাদের, চেয়ারম্যান শেখ যুবরাজ, চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, এবিএম রুহুল আমীন, অধ্যাপক দুলাল রায়, শেখ শফিকুল ইসলাম আক্কেল, ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, শেখ গোলাম হোসেন, মো: পারভেজ হাওলাদার, মো: ইমরান হোসেন ইমু, চেয়ারম্যান সুদেব রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, গোবিন্দ বিশ^াস, আজগর হোসেন ছাব্বির, মো: শিপন ভুইয়া, জি এম রেজা, রবার্ট হালদার, উত্তম রায়, রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, বিধান চন্দ্র বিশ্বাস, তানভির রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার সম্রাট, ফয়সাল শরীফ, লিটন সরদারসহ উপজেলার ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার নির্বাচীত জনপ্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। সভায় চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ বাস্তবায়নে চলমান জেলা পরিষদ নির্বাচনসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত