শেখ মোহাম্মদ আলী, শরণখোলা
বঙ্গোপসাগরে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল হতে শুরু করায় গভীর সাগরে মাছ ধরারত ফিশিং ট্রলারবহর উপক‚লের দিকে নিরাপদ আশ্রয়ে ছুটে আসছে। বুধবার সন্ধ্যায় শরণখোলা রাজেশ্বর এলাকার ফিশিংবোট এফবি মায়ের দোয়ার মালিক মো: ইসমাইল হোসেন কচিখালী থেকে মোবাইল ফোনে জানান, বুধবার সকাল থেকে সাগরের আবহাওয়া খারাপ হয়েছে। তিনিসহ গভীর সাগরে মাছ ধরারত ফিশিংবোটগুলো উপক‚লের দিকে ছুটে আসছে এবং অনেক ফিশিংবোট দুবলারচরের খালে আশ্রয় নিচ্ছে।
দুবলা ফিসারমেন গ্রæপের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম এবং বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির সহসভাপতি এম সাইফুল ইসলাম খোকন জানান, সাগরের পরিস্থিতি খারাপ হওয়ায় বুধবার দুপুর থেকে তাদের ফিশিংবোট দুবলার ভেদাখালীসহ সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার মোবাইল ফোনে জানান, আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সাগর থেকে ফিশিং ট্রলার উপক‚লের দিকে ফিরে আসছে এবং সন্ধ্যা পর্যন্ত দুবলা অফিস কেল্লা ও মাঝেরকেল্লার সামনে ৬০/৬৫ টা ফিশিং ট্রলার এসে নোঙর করেছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত