হুমায়ুন কবির, কুষ্টিয়া: আসন্ন ষষ্ঠ উপজেলার নির্বাচন ২০২৪ প্রথম ধাপে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর কুমারখালী ও খোকসা উপজেলার নির্বাচন আগামী চারই মে ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ভাগ হয়ে ৩ জন প্রতিদ্বন্দিতা করবে বলে জানা যাচ্ছে। অপরদিকে জাসদ ও স্বতন্ত্র একজন প্রার্থী নির্বাচন করবে বলে বিভিন্ন জায়গায় গণসংযোগ করছে।
ষষ্ঠ উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের মধ্যে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (বর্তমান) মো: বাবুল আখতার, উপজেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্ত আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন।
এছাড়াও গতবারে পরাজিত হওয়া জাসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খোকন নির্বাচন করবে বলে জানা গেছে।
তবে স্বতন্ত্র প্রার্থী বর্তমান ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওহিদুজ্জামান ডাবলু চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে তিনি বিভিন্ন জায়গায় গণসংযোগ করছেন।
নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই উপজেলার বিভিন্ন প্রান্তে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এ সকল প্রার্থীরা। আওয়ামী লীগের দলীয় পক্ষ থেকে এ উপজেলা নির্বাচনে দলীয় পথিক না থাকায় একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানা গেছে।
তবে স্থানীয় ভোটারদের জরিপ মোতাবে ভোটের মাঠে মোটামুটি আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানালেন স্থানে ভোটাররা।
ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিনই মোটরসাইকেল শোভাযাত্রা, বিভিন্ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক সহ বাজার ঘাটে ভোট প্রার্থনা করছেন এ সকল ভোট প্রার্থীরা।
এদিকে নির্বাচনী তফশিল ঘোষণা হওয়ার পর পরে ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ৪ মে ২০২৪ তারিখে কুষ্টিয়ার খোকসা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
তবে নির্বাচনী সকল কার্যক্রম এখনও গুছিয়ে ওঠার আগেই ভোট প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন প্রতিটা দিনে।
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৬৯৩ জন।
উপজেলা নির্বাচন: খোকসায় আঃ লীগের ৩, জাসদের ও স্বতন্ত্র ১ প্রার্থী
Leave a comment